Logo

সারাদেশ

মির্জাপুরে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:২০

মির্জাপুরে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে গ্রাম আদালত সক্রিয়করণে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম। এতে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশ নেন।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মির্জাপুর উপজেলা সমন্বয়কারী মো. এমরান হক সৌরভ এবং বাসাইল উপজেলার সমন্বয়কারী মো. রুহুল আমিন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে গ্রাম আদালতের মামলার প্রতিবেদন তৈরি, আদালতের আইনের ধারা সম্পর্কিত তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, ‘এ প্রশিক্ষণ গ্রাম আদালত কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে শেখা বিষয়গুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারলে এ কর্মশালার স্বার্থকতা নিশ্চিত হবে। আশা করি, অংশগ্রহণকারীরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন।’

রাব্বি ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর