Logo

সারাদেশ

একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত আনসার বাহিনী : মাহবুবুর রহমান

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৩২

একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত আনসার বাহিনী : মাহবুবুর রহমান

ছবি : বাংলাদেশের খবর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ আনসার বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা. মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)।

বুধবার (১৯ নভেম্বর) সকালে ফেনী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনী সঠিক দায়িত্ব পালনে আরও সুনাম অর্জন করবে। সরকারের গুরুত্বপূর্ণ এই নির্বাচনের জন্য সারাদেশে তরুণ, শিক্ষিত, বেকার ও উদ্যমী যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণকে দেশের কাজে কাজে লাগাতে হবে। আনসার ভিডিপির সদস্যদের কম্পিউটার, সেলাই, অস্ত্র ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।

তিনি আরও জানান, নির্বাচনের সময় আনসার বাহিনী সারাদেশে সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্র মনিটরিং করবে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে সংশ্লিষ্ট এলাকায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছাবে। সফটওয়্যারটির মাধ্যমে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে বার্তা যাবে।

তিনি বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া আনসার বাহিনীর প্রধান চ্যালেঞ্জ। আনসার বাহিনী যদি প্রতিটি কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, অন্য বাহিনীর কর্মীরাও সাহস পাবে।

অনুষ্ঠানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও দিকনির্দেশনা দেন মাহবুবুর রহমান।

ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলান উদ্দিন ও জেলা এডজুটেন্ট বিবি কুলসুমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১,৫০০ প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর