কলাপাড়ায় রঙিন নৌবহর প্রদর্শনী ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৩৬
ছবি : বাংলাদেশের খবর
বিশ্বব্যাপী ‘ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে আন্তর্জাতিক কর্মদিবস-২০২৫’ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক নদীর বুকে রঙিন নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপকূলজুড়ে ছড়িয়ে পড়ে পরিবেশবাদী আবহ।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্থানীয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে কর্মসূচি আয়োজন করা হয়। সকাল থেকেই নদীতে রঙিন নৌকা জড়ো হতে থাকে। প্রতিটি নৌকায় ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও পরিবেশবান্ধব বার্তা। নদীর দুই তীরে থাকা মানুষ নৌবহরের প্রতি সমর্থন জানান।
অংশগ্রহণকারীরা বলেন, উপকূলীয় অঞ্চলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল ও পাইপলাইন সম্প্রসারণ শুধু জীববৈচিত্র্যের জন্য নয়, মানবজীবনের জন্যও হুমকিস্বরূপ। এসব প্রকল্পের কারণে সমুদ্র উপকূলের ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু ঝুঁকি আরও তীব্র হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ ও নাজমুস সাকিব বক্তব্য রাখেন। তারা বলেন, উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াই এখন পরিবেশ রক্ষার ওপর নির্ভর করছে। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস বন্ধ করতে আন্তর্জাতিক আন্দোলনের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় পর্যায়েও প্রতিবাদ জোরদার করার আহ্বান জানান।
পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে নৌবহরটি নদীর মোহনায় গিয়ে কর্মসূচি শেষ ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, প্রকৃতি রক্ষার এই সংগ্রাম একদিনের নয়; ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পৃথিবী দিতে আন্দোলন ধারাবাহিকভাবে চলবে।
জাকারিয়া জাহিদ/এআরএস

