Logo

সারাদেশ

নাটোরে শিক্ষার্থীদের সঙ্গে সাইবার সচেতনতা সভা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৪১

নাটোরে শিক্ষার্থীদের সঙ্গে সাইবার সচেতনতা সভা

ছবি : বাংলাদেশের খবর

নাটোরে অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ ও হ্যাকিং থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে লালপুরের মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি ব্যক্তিগত তথ্যের একটি ভাণ্ডার। ডিজিটাল মাধ্যমে মেয়েরা হয়রানির শিকার হন, পাশাপাশি অনেকে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন। হ্যাকিং, ব্ল্যাকমেইলিং বা সাইবার হয়রানি ঘটলেও ভয় না পেয়ে আইনের সহায়তা নিতে হবে। পুলিশ ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে আইনি সহায়তা প্রদান করবে। সচেতনতা ও আত্মরক্ষার দক্ষতা অর্জনই সাইবার ঝুঁকি মোকাবিলার প্রথম শর্ত।’

সভাপতির বক্তব্যে মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন পুলিশের এই উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন এবং বলেন, যুবসমাজকে নিরাপদ ডিজিটাল ব্যবহারে উৎসাহিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন কুমার হোড়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব, লালপুর থানার ওসি রফিকুল ইসলাম সহ শিক্ষার্থী ও অভিভাবকরা।

নাজমুল হাসান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর