Logo

সারাদেশ

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৪৭

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে তারা দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা জানান, তারা হলেন— শুখহরন বিশ্বাস (পিতা : মৃত মথুরা নাথ বিশ্বাস, গ্রাম : বাঘাদিয়া, দিগনগর ইউনিয়ন), আওয়ামী লীগের সহ সভাপতি; বাবু সরকার (পিতা : মৃত কিরন সরকার, গ্রাম : বাঘাদিয়া, দিগনগর ইউনিয়ন), বন ও পরিবেশ সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের সহ সভাপতি; জেলহক শিকদার (পিতা : মৃত সকাত আলী শিকদার, গ্রাম : বাঘাদিয়া, ৯ নং ওয়ার্ডের সদস্য) এবং গোলাম শিকদার (পিতা : মৃত আ. রব শিকদার, গ্রাম: বাঘাদিয়া, ৯ নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক)।

তারা বলেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নীতি ও কার্যক্রম তাদের ব্যক্তিগত নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তারা স্বেচ্ছায় দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তারা জোর দিয়ে জানান, আজ থেকে দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

পলাশ সিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ পদত্যাগ সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর