Logo

সারাদেশ

সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৫১

সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে বুধবার (১৯ নভেম্বর) একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই পদযাত্রায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও উপকূল রক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের দাবি জানানো হয়।

পদযাত্রা সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে শেষ হয়। এটি গ্রীন কোয়ালিশন, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

পদযাত্রার পর অনুষ্ঠিত সমাবেশে বক্তারা উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার বৃদ্ধি, জীবিকার সংকট, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি এবং মিঠাপানির ঘাটতির দীর্ঘমেয়াদি সমস্যার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা সত্ত্বেও উপকূলীয় অঞ্চলের পরিকল্পিত উন্নয়নের জন্য কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। তাই উপকূল রক্ষা, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও টেকসই উন্নয়নের জন্য উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়েছেন।

তারা আরও দাবি করেন :

  • ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা।

  • আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু তহবিল বৃদ্ধি।

  • সাতক্ষীরা সহ উপকূলীয় এলাকায় লবণাক্ততা প্রতিরোধ ও মিঠাপানির সংরক্ষণ।

  • টেকসই কৃষি সহায়তা বৃদ্ধি, জেলেদের নিরাপত্তা ও জীবিকা রক্ষা।

  • দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণে বিশেষ বরাদ্দ।

  • স্থানীয় জ্ঞানভিত্তিক টেকসই জলবায়ু পরিকল্পনায় যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল।

সমাবেশে বক্তৃতা দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্ত, গ্রীন কোয়ালিশনের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন ও বিপ্লব হোসেন এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব।

আব্দুস সামাদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর