কালিয়াকৈরে বাসের ধাক্কায় হেলপার নিহত, আহত ৪
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:১৮
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপার আরিফুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়ালসেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল গাইবান্ধা সদর উপজেলার শাপলা পাড়া গ্রামের তছলিম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, উড়ালসেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগামী চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। আহত চার যাত্রীকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
দুর্ঘটনার কারণে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ বাসটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
নাওজোর হাইওয়ে থানার ওসি শাওগা তুল আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকটি শনাক্তে কাজ চলছে। আইনগত প্রক্রিয়া চলছে।
- মো. দেলোয়ার হোসেন/এমআই

