Logo

সারাদেশ

এমরান সালেহ প্রিন্স

নির্বাচনে জিতলে গণতন্ত্র-অধিকার ফিরিয়ে দেবে বিএনপি

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:২৬

নির্বাচনে জিতলে গণতন্ত্র-অধিকার ফিরিয়ে দেবে বিএনপি

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের হালুয়াঘাটের দর্শা বাজারে গণসংযোগ ও পথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জিয়া পরিবার নিয়ে যাদের ‘ফোবিয়া’ আছে, তাদের জনগণের কাছে কোনো ভিত্তি নেই। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ইমেজ ও জনপ্রিয়তা আকাশছোঁয়া বলেই কেউ কেউ তা নিয়ে আতঙ্কে থাকে।

তিনি বলেন, জিয়া পরিবারের অবস্থান জনগণের হৃদয়ের মণিকোঠায়। তাদের ছবি দেখিয়ে বিএনপিকে ভোট চাইতে হয় না; নির্বাচন এলেই জনগণ হৃদয়ভরা ভালোবাসা দিয়ে বিএনপিকে নির্বাচিত করে।

পথসভার আগে তিনি বাজারে গণসংযোগ করেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা, বিএনপির জনকল্যাণমূলক ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া–হালুয়াঘাটের উন্নয়নে তার নিজস্ব কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

পথসভায় তিনি বলেন, বিএনপি আইন মেনেই রাজনীতি করে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জনগণকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেবে। ছাত্র-শ্রমিক-কৃষক-যুবক-নারীসহ সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের একটি ফসলের সম্পূর্ণ উৎপাদন খরচ সরকার বহন করবে। ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য দামে উৎপাদিত পণ্য সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারবেন। প্রতিটি ইউনিয়নে একটি করে ধান ক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি খাল খনন করে সেচব্যবস্থা উন্নত করা হবে।

প্রিন্স জানান, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যদ্রব্য ও চিকিৎসাসেবা প্রদান করা হবে; বেকার ভাতা থাকবে। পাশাপাশি সরকারের প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

কৈইচাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান মহিউদ্দিন, উপজেলা বিএনপি নেতা মোরশেদ আলম এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর