Logo

সারাদেশ

গাইবান্ধায় বিএনপির ৩ নেতাকে বহিস্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:৩২

গাইবান্ধায় বিএনপির ৩ নেতাকে বহিস্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

চাঁদাবাজির প্রতিবাদ করায় গাইবান্ধার সাঘাটার বিএনপির তিন ‘ত্যাগী’ নেতাকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে বহিষ্কার করা হয়েছে—এ অভিযোগ তুলে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন তারা।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাঘাটা উপজেলার এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজু আকন্দ, সফিউল ইসলাম সফি এবং উজ্জল শেখ।

লিখিত বক্তব্যে তারা বলেন, ১৯৯৬ সাল থেকে তারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ সময়ে তারা হাসিনা সরকারের আমলে চার বার কারাবরণও করেছেন।

কিন্তু ব্যক্তিগত স্বার্থে, অন্যায়ের প্রতিবাদ করায় এবং পাওনা টাকা দাবি করার কারণে সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ আলী তাদেরকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে অন্যায়ভাবে বহিষ্কার করেছেন বলে দাবি করেন তারা।

বহিষ্কারের প্রতিবাদেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান নেতারা।

আতিকুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর