Logo

সারাদেশ

সাপোর্টারদের জন্যই ৩ পয়েন্ট : জামাল ভূইয়া

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:৪১

সাপোর্টারদের জন্যই ৩ পয়েন্ট : জামাল ভূইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সাভার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে দলের পারফরম্যান্স, ঐতিহাসিক জয় এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেন।

ভারতের বিপক্ষে ২২ বছর পর পাওয়া জয়ের অনুভূতি ব্যক্ত করে জামাল ভূইয়া বলেন, ‘আজকে খুব ভালো লাগছে। সারাদেশ গর্বিত—এই অনুভূতি আমি গভীরভাবে অনুভব করছি। আলহামদুলিল্লাহ, ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পাওয়া সত্যিই বড় অর্জন। শুধু খেলোয়াড় নয়—তাদের পরিবার, ফ্যান, সাপোর্টার, মিডিয়া—সবাই খুশি।’

ম্যাচের চাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবচেয়ে বড় চাপ ছিলো মানুষের প্রত্যাশা। যেহেতু হোম ম্যাচ ছিলো, আমরা চেষ্টা করেছি সুন্দর একটি ম্যাচ উপহার দিতে। সাপোর্টারদের জন্যই খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করে ৩ পয়েন্ট এনে দিয়েছে।’

রক্ষণভাগের ভুল এবং গোলকিপার–ডিফেন্ডারের সমন্বয় নিয়ে জামাল বলেন, ‘গতকালের ম্যাচে একটা ভুল হয়েছিল। ডিফেন্ডার আর গোলকিপার হামজা সেটি দ্রুতই কভার করেছে। অবশ্যই আমরা হামজার ওপর চাপ দিই—কিন্তু সে ভালোভাবে সামলেছে।’

বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে তা এখনই বলা কঠিন। তবে ইনশাআল্লাহ, একদিন খেলবে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’

সিঙ্গাপুর ম্যাচ নিয়েও আশাবাদী জামাল। ‘এখনও আমাদের সামনে সুযোগ আছে—আমরা গ্রুপে দ্বিতীয় স্থানে উঠতে পারি। সিঙ্গাপুর ম্যাচ অনেক দূরে। এখন উপভোগ করার সময়। ম্যাচের এক-দুই মাস আগে আমরা পুরো ফোকাস দেবো।’

হাসপাতাল পরিদর্শনের সময় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানা ও হাসপাতাল কর্তৃপক্ষ জামাল ভূইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হাসপাতাল কর্তৃপক্ষ তার আগমনকে ‘অনুপ্রেরণামূলক’ বলে উল্লেখ করে।

সাইফুল ইসলাম শাওন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর