Logo

সারাদেশ

ভাইবোনছড়ায় ওয়াদুদ ভূইয়ার সমর্থনে পাহাড়ি সমাবেশ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:৫৭

ভাইবোনছড়ায় ওয়াদুদ ভূইয়ার সমর্থনে পাহাড়ি সমাবেশ

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ায় বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে পাহাড়ি সম্প্রদায়ের সঙ্গে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

ওয়াদুদ ভূইয়া সমাবেশে বলেন, ‘বিএনপি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আমরা তার আদর্শে দেশ গড়তে এবং পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই। অস্থিতিশীল পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই আপনাদের সহযোগিতা কামনা করছি। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের পাশে দাঁড়ান।’

সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম. এন. আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। খাগড়াছড়ি সদর উপজেলার সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূইয়া সমাবেশের সঞ্চালনা করেন।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর