পরশুরামে সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৩:৩৯
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর পরশুরাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড চৌরাস্তা মোড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন পথচারী ও যানবাহনচালকরা। প্রতি সপ্তাহেই ঘটছে দুর্ঘটনা।
এ সড়কের পাশে বাজার, স্কুল, মাদ্রাসা ও কলেজ থাকায় শত শত শিক্ষার্থী এবং বাজারমুখী লোকজন নিয়মিত চলাচল করেন। পাশাপাশি পরশুরাম-ফেনী সড়ক প্রশস্তকরণের কাজ চলায় এটি বাজারে প্রবেশের বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমন পরিস্থিতিতে সড়কের মাঝখানে স্থাপিত পিলারটি সরিয়ে না নেওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, চৌরাস্তার মোড়ে টার্ন নিতে গেলে অনেক চালকই খুঁটিটি ঠিকমতো দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন। পাশে থাকা দোকানদার আবু তৈয়ব বলেন, বহুবার মোটরসাইকেল, সিএনজি ও ভ্যানচালকরা এখানে আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি পরশুরাম পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তার অভিযোগ, বিদ্যুৎ অফিসের সামনেই এমন ঝুঁকিপূর্ণভাবে খুঁটি দাঁড়িয়ে থাকলেও কর্তৃপক্ষ উদাসীন।
স্থানীয়রা জানান, নিয়মিত ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের টনক নড়ে না। দ্রুত খুঁটিটি অপসারণ করে সড়কটি ঝুঁকিমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
অনন্তপুরের বাসিন্দা জহির উদ্দিন মজুমদার বলেন, দেশের বিদ্যুৎ বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেবার মান অত্যন্ত নিম্ন। কোটি কোটি টাকার দুর্নীতি হয়, বিদ্যুৎ বিলেও নিয়মিত অনিয়ম। অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না।
সচেতন নাগরিকরা বলেন, কলেজ রোড গুরুত্বপূর্ণ পথ। এখানে বৈদ্যুতিক খুঁটি রেখে দেওয়া মানে জননিরাপত্তাকে উপেক্ষা করা। ভবিষ্যতে বড় দুর্ঘটনা হলে এর দায় নেবে কে—তা প্রশ্ন হিসেবে রেখেছেন তারা।
পরশুরাম পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্য কুমার ঘোষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ছুটিতে থাকার কারণে কথা বলা সম্ভব হয়নি।
এআরএস

