ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আনিসুল হকের
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৪:৪১
ছবি : বাংলাদেশের খবর
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারে পথসভা, বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি বলেন, ‘আমরা তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির ছায়াতলে আছি বলেই জনগণের ভালোবাসা পেয়েছি। গত ১৭ বছরে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। ষড়যন্ত্র এখনও শেষ হয়নি—তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আনিসুল হক বলেন, সুনামগঞ্জ-১ দেশের অন্যতম বৃহৎ ও সম্পদশালী নির্বাচনী এলাকা হলেও উন্নয়নে এটি দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে এ অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, ‘অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শান্তিময় সুনামগঞ্জ-১ গড়তে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
পথসভা ও গণসংযোগে তাহিরপুর উপজেলা বিএনপি, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ধানের শীষে ভোট চান এবং হাওরাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান, জীবন-জীবিকা, নিরাপত্তা ও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে বিএনপির প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরেন।
মো. আব্দুল হালিম/এআরএস

