Logo

সারাদেশ

নরসিংদীতে আদালত থেকে ফেরার পথে ছাত্রদল নেতার ওপর হামলা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৫:০৭

নরসিংদীতে আদালত থেকে ফেরার পথে ছাত্রদল নেতার ওপর হামলা

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীতে আদালত থেকে ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতা সিয়াম হোসেন। আহত নেতাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বরে এই ঘটনা ঘটে।

আহত সিয়াম হোসেন (২৮) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং এমরান মিয়ার ছেলে।

তার পরিবার জানায়, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকায় ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি। হাজিরা শেষে আদালত ভবনের সিডিআর রুমের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ দিয়ে তাকে এলোপাতারি পিটুনী দেয়। আশপাশের লোকজন এগিয়ে আসার পর হামলাকারীরা পালিয়ে যায়।

আহত সিয়ামের মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে এবং পুরো শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, ‘আক্রমণকারীরা জজকোর্টের তিন নম্বর গেইট এলাকায় হঠাৎ তার ওপর হামলা চালায়। পরে কোর্ট পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়।’

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর ছাত্রদল আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর