Logo

সারাদেশ

নেত্রকোণায় পাখি শিকারির জরিমানা

Icon

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৫:২৭

নেত্রকোণায় পাখি শিকারির জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

নেত্রকোণা মদন পৌর শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে পাখি শিকারিকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।

গত দু'দিন যাবৎ কয়েকজন পাখি শিকারি মদন পৌর শহরের নতুন বাজার এলাকায় পাখি বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে পাখি শিকারি আমজাদ মিয়াকে(২৪) ১৫টি ধূসর টি-টি (ওয়াডা) পাখিসহ আটক হয়।

পরে, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আর কখনো পাখি শিকার করবে না এমন অঙ্গীকারনামায় স্বাক্ষর রেখে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য ধরে রাখতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে। অভিযান চলমান থাকবে। তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। 

  • নিজাম তালুকদার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর