Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু উদ্ধার

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৬:৪৮

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সূর্যনারায়নপুর ও শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি।

৫৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৪.৩০ থেকে সকাল ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র অধীনস্থ মনোহরপুর, জহুরপুর ও জহুরপুরটেক এলাকায় বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ৮টি গরু উদ্ধার করে। আটককৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা ও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।’

বদিউজ্জামান রাজাবাবু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সীমান্ত বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর