Logo

সারাদেশ

উচ্চমানের মার্কিন সয়াবিন উভয়ের জন্য লাভজনক : জ্যাকবসন

Icon

মো. সজীব হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:২৮

উচ্চমানের মার্কিন সয়াবিন উভয়ের জন্য লাভজনক : জ্যাকবসন

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের (এমআইজি) অঙ্গপ্রতিষ্ঠান সোনারগাঁ সিডস ক্রাশিং মিলস লিমিটেড পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাষ্ট্রদূত জ্যাকবসন মেঘনা গ্রুপের সোনারগাঁ সিডস ক্রাশিং মিলের জেটিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সয়াবিন দানা লোড-আনলোড কার্যক্রম দেখেন।

এ সময় তাকে স্বাগত জানান এমজিআই পরিচালক তানজিমা মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা। উপস্থিত ছিলেন এমজিআইয়ের শীর্ষ কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত জ্যাকবসন সয়াবিন ক্রাশিং সুবিধা ঘুরে দেখেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্যের দ্রুত সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর সঙ্গে এক বিলিয়ন ডলারের মার্কিন সয়াবিন আমদানির জন্য চুক্তি করেছি। দেড় বছর আগে যেখানে আমদানি ছিল ৩৫০ মিলিয়ন ডলার, সেখান থেকে এ বছর ৫০০ মিলিয়ন এবং এখন এক বিলিয়ন ডলারের পথে। এটি সত্যিই উল্লেখযোগ্য অগ্রগতি। উচ্চমানের মার্কিন সয়াবিন আমেরিকান কৃষক ও বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর জন্য উভয়েরই লাভজনক।’

তিনি আরও বলেন, ‘এই বর্ধিত বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এবং বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

রাষ্ট্রদূত মেঘনা গ্রুপকে আতিথেয়তার জন্য ধন্যবাদও জানান।

এমজিআই পরিচালক তানজিমা মোস্তফা বলেন, ‘আমাদের চেয়ারম্যান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিপুল পরিমাণ মার্কিন সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে ৭ লাখ মেট্রিক টনের বেশি সয়াবিন আমদানি করেছি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আমাদের লক্ষ্য এক মিলিয়ন টন। এই বছর বাংলাদেশে যে পরিমাণ মার্কিন সয়াবিন আমদানি হয়েছে, তার অর্ধেকের বেশি আমদানি করেছে মেঘনা গ্রুপ।’

বর্তমানে এমজিআইয়ের দুটি ক্রাশিং মিল—মেঘনা সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড—মিলে দৈনিক ৭,৫০০ টন ক্রাশিং সক্ষমতা রাখে, যা দেশের সর্বোচ্চ।

মো. সজীব হোসেন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর