Logo

সারাদেশ

বান্দরবানে ম্রো ভাষায় বিএনপির ৩১ দফা কর্মসূচির মোড়ক উন্মোচন

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৩৮

বান্দরবানে ম্রো ভাষায় বিএনপির ৩১ দফা কর্মসূচির মোড়ক উন্মোচন

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ম্রো সম্প্রদায়ের কাছে পৌঁছে দিতে ম্রো ভাষায় রূপান্তরের প্রকাশনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২০ নভেম্বর) বান্দরবান ৩০০নং আসনে অনুষ্ঠিত হয়েছে।

বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী ম্রো ভাষার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ম্রো ভাষা উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সভাপতি সিংপাত ম্রো। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ম্রো সম্প্রদায়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী বলেন, ‘দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানাতে এবং তাদের কাছে দলের ভাবনা আরও স্পষ্টভাবে পৌঁছে দিতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ম্রো ভাষায় প্রকাশিত ৩১ দফা কর্মসূচিতে মানবাধিকার, সমতা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পাহাড়ের বিশেষ সমস্যা সমাধানে দলের পরিকল্পনা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে বম, খুমী, খেয়াংসহ অন্যান্য নৃ-গোষ্ঠীর ভাষায়ও দলীয় কর্মসূচি প্রকাশ করা হবে।’

সোহেল কান্তি নাথ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর