Logo

সারাদেশ

নিখোঁজের দুই ঘণ্টা পর বাগানে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৪২

নিখোঁজের দুই ঘণ্টা পর বাগানে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া পশ্চিমপাড়া এলাকায় নিখোঁজ হওয়া জায়ান রহমান (৭) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার একটি পরিত্যক্ত বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জায়ান স্থানীয় গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে। সে পাকুড়িয়া জাভেদ পারভেজ কিন্ডারগার্টেনের নার্সারির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টায় জায়ান স্কুল থেকে বাড়ি ফেরে। পরবর্তী সময়ে খেলতে বের হলে নির্দিষ্ট সময়ে বাড়িতে ফেরেনি। দুই ঘণ্টা খোঁজাখুঁজি ও মাইকিংয়ের পর বেলা আনুমানিক ১টার দিকে প্রতিবেশীরা বাগানে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সরেজমিনে দেখা যায়, একটি বাবলা গাছের ডালের সঙ্গে শিশু জায়ানের মরদেহ মাটি থেকে মাত্র এক ইঞ্চি ওপরে ঝুলছিল। শিশুর পরনের প্যান্ট মুখে ঢেকে ছিল।

ছেলের মৃত্যুর খবরে মায়া সিনথিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার নিষ্পাপ বুকের মানিককে কোন অপরাধে এমন নির্মমভাবে হত্যা করা হলো। আমি ন্যায়বিচার চাই।’

পাকুড়িয়া জাভেদ পারভেজ কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার বলেন, ‘জায়ান একজন মেধাবী শিক্ষার্থী। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, দ্রুত তদন্ত করে এই নৃশংস ঘটনার রহস্য উদঘাটন করা হোক।’

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে এবং নেপথ্য তথ্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।’4

মিয়া রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর