Logo

সারাদেশ

বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৪৫

বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি দেলোয়ার হোসেন (৪৭) জেলার তাহিরপুর থানার বিন্নাকুলি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধনপুর এলাকায় একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় দেলোয়ার হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বিশ্বম্ভরপুর থানার এসআই মতিয়ার রহমান ও তার সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়।

মো. আব্দুল হালিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর