Logo

সারাদেশ

মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ডিসির মতবিনিময়

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৪৯

মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ডিসির মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল করিম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার অনলাইন জুয়া, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের সকল সমস্যা চিহ্নিত ও সমাধানে সহযোগিতা চেয়েছেন।

সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, প্রেসক্লাবের সহসভাপতি ফজলুল হক মন্টু, সাংবাদিক বাংলাভিশনের প্রতিনিধি তুহিন আরণ্য, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দেশ টিভির প্রতিনিধি আকতারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতীম শীল, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার ইবনে সাকাপিসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আকতারুজ্জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জেলা প্রশাসক গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর