Logo

সারাদেশ

তারেক রহমানের জন্মদিনে ভাঙ্গায় কৃষক-ছাত্রদলের মানবিক কর্মসূচি

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৫৪

তারেক রহমানের জন্মদিনে ভাঙ্গায় কৃষক-ছাত্রদলের মানবিক কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদল ও ছাত্রদল বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কর্মসূচি পালন করেছে। অনুষ্ঠানটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় কৃষকদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর-বাহিরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর সকাল ১১টায় ছাত্রদল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চালায়। পাশাপাশি ছাত্রদলের উদ্যোগে একটি স্থায়ী ব্লাড ব্যাংক গঠন করা হয়।

দুপুরে কৃষকদলের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।

ভাঙ্গা সরকারি কেএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জানান, রক্তের অভাবে যেন আর কারো মৃত্যু না হয়, সেই উদ্দেশ্যে তারা মানবসেবায় অব্যাহত থাকবে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানজিভ জুবায়ের বলেন, এ কর্মসূচি হাসপাতালের পরিবেশ সুন্দর করবে এবং জরুরি মুহূর্তে রক্ত সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।

উক্ত অনুষ্ঠানে কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন নেতা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর