নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:২৪
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সদর থানার মাদক মামলায় আবদুল জলিল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জলিল শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. মহিউদ্দিন সরদারের ছেলে। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ৪ মার্চ বঙ্গবন্ধু সড়কের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে অবস্থানকালে র্যাব-১১ জলিলকে গ্রেপ্তার করে। তল্লাশিতে তার কাছ থেকে ৩৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেন, তিনি ফেনসিডিল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। পরে র্যাবের করা অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা হয়। মামলা তদন্ত ও বিচার শেষে আদালত বৃহস্পতিবার এই রায় দেন।
এআরএস

