তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৫৩
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পবিত্র কুরআন খতম, দোয়া, বৃক্ষরোপণ, খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নেতাকর্মীরা নিজ উদ্যোগে গ্রামীণ জনপদের ভাঙা রাস্তা সংস্কার করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনভর নানা কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দুপুরে শহরের তিনমাথা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করে বগুড়া জেলা ছাত্রদল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। তিনি মাদ্রাসার এতিমখানার শিশুদের সার্বিক খোঁজখবর নেন। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান। জেলা ছাত্রদল সহসভাপতি মামদুদুর রহমান সানজাদ, শহর ছাত্রদল সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, কলেজ ছাত্রদলের রাজিবুল ইসলাম শাকিল, আতিকুল ইসলাম বিপ্লব উপস্থিত ছিলেন।
এদিকে, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের ভাঙা রাস্তা সংস্কার করেছে স্বেচ্ছাসেবক দল। বুড়ইল ইউনিয়নে মাদ্রাসা শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
বিকেলে উপজেলার দাশগ্রাম হাইস্কুল মাঠের পাশে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু। দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
- এমআই

