খাগড়াছড়িতে প্রথমবারের মতো আনসার ওয়েলফেয়ার বাস সার্ভিস উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৯:১৫
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রান্সপোর্ট বাস সার্ভিস।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সেবার উদ্বোধন করা হয়।
জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান এ বাসের উদ্বোধন করেন।
তিনি বলেন-মহাপরিচালকের বিশেষ উদ্যোগে খাগড়াছড়ি–চট্টগ্রাম রুটে প্রতি বৃহস্পতিবার ওয়েলফেয়ার বাস চলাচল করবে। আপাতত আনসার-ভিডিপি সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও হিল আনসার সদস্যদের জন্য এ সেবা উন্মুক্ত করা হয়েছে। তিনি মনে করেন-এ উদ্যোগ বাহিনীর সদস্যদের যাতায়াতকে সহজ করবে ও আর্থিকভাবে সহায়ক ভূমিকা রাখবে।
সাধারণ বাসে খাগড়াছড়ি–চট্টগ্রাম রুটে ভাড়া ২৭০ টাকা করে। ওয়েলফেয়ার বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকায়। ২৪ আসনবিশিষ্ট এ আরামদায়ক বাসটিতে উন্নত সিটিং, নিরাপত্তা নির্দিষ্ট সময়সূচি নিশ্চিত করা হয়েছে বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন-এটি শুধু একটি পরিবহন সেবা নয়; বরং আনসার-ভিডিপি সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। নিরাপদ, সময়নিষ্ঠ ও স্বল্প খরচের এ বাস সার্ভিস সদস্যদের জীবনে এক নতুন দিগন্ত সৃষ্টি করবে।
- ছোটন বিশ্বাস/এমআই

