Logo

সারাদেশ

হাজী ইয়াছিন

‘আমি ভেসে আসা রাজনীতিক নই, কুমিল্লার জন্য জীবন দেব’

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২০:৫০

‘আমি ভেসে আসা রাজনীতিক নই, কুমিল্লার জন্য জীবন দেব’

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য অতীতে বারবার ষড়যন্ত্র হয়েছে। অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল। বিএনপিকে নেতৃত্বশূন্য করতে তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু বিএনপি মানুষের হৃদয়ের দল—এই দলকে ধ্বংস করার ক্ষমতা কোনো ষড়যন্ত্রকারীর নেই।’

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে কারাবন্দি করা এবং তারেক রহমানকে দেশের বাইরে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে দলকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। তবে দেশের কোটি মানুষের ভালোবাসা এবং নেতাদের সাংগঠনিক দক্ষতার কারণে বিএনপি আরও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।

হাজী ইয়াছিন বলেন, ‘হাজার হাজার মাইল দূরে থেকেও তারেক রহমান কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তার নেতৃত্বেই বিএনপি আজ দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।’

গণতন্ত্র ও মানুষের কল্যাণে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি ভেসে আসা রাজনীতিক নই। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক নই। কুমিল্লার মানুষের জন্য আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করতে প্রস্তুত। অনৈতিকভাবে অর্থ উপার্জনের পেছনে আমি কখনো ছুটিনি। এটাই যদি আমার অপরাধ হয়, তাহলে এই অপরাধ নিয়েই আমি মৃত্যুবরণ করতে রাজি।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই দিনে কুমিল্লা-০৬ আসনের নেতাকর্মীরা দিনব্যাপী কোরআন খতম, দোয়া-মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী পালন করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন—কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান কামাল, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, সদস্য সচিব একেএম সাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি গোলাম জিলানী ও সাধারণ সম্পাদক ধীমানসহ অন্যান্যরা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধানের শীষ সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর