বগুড়ায় রং মিশিয়ে হলুদ-মরিচের গুঁড়া তৈরি, ৩ লাখ টাকা জরিমানা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২১:০২
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার রাজা বাজার আল-আমিন মসলা মিলে ভেজাল মসলা প্রস্তুত ও বিপণনের অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মিলটিতে ভেজাল মিশ্রণের একাধিক অনিয়ম পাওয়া যায়।
জানা যায়, প্রতিষ্ঠানটি হলুদ ও মরিচের গুঁড়া তৈরিতে কাপড়ের রং (টেক্সটাইল ডাই) ব্যবহার করছিল। এছাড়া মসলার গুঁড়ায় ধানের তুষ (রাইস ব্র্যান, গো-খাদ্য) মিশ্রণ করার প্রমাণ মেলে। এতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩৩ অনুযায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আল-আমিন মসলা মিল কর্তৃপক্ষ ভেজাল মেশানোর বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের ওপর ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করে।
অভিযানকালে ২ বস্তা ধানের তুষ (৭৫ কেজি), ভেজাল মরিচের গুঁড়া ৩ বস্তা (১৫০ কেজি) এবং ভেজাল হলুদের গুঁড়া ৩ বস্তা (১৫০ কেজি) বিধিমোতাবেক জব্দ ও ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল। সার্বিক নিরাপত্তা প্রদান করেন বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
- জুয়েল হাসান/এমআই

