চাঁদপুর-২ আসনে এনসিপির হয়ে লড়তে চান ফয়জুন্নুর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০১:২২
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ উদ্যোক্তা ও সংগঠক মো. ফয়জুন্নুর আকন রাসেল। দলটির অঙ্গ সংগঠন জাতীয় পেশাজীবী ঐক্যের সক্রিয় এই সদস্য ইতোমধ্যে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ও জমা দিয়েছেন।
ফয়জুন্নুর রাসেল তরুণ উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যে বেশ সফলতা অর্জন করেছেন। আইটি ও ইন্টেরিয়র খাতে তার উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি একটি প্রসিদ্ধ অনলাইন গণমাধ্যম পরিচালনা করেছেন।
সংগঠক হিসেবেও রাসেলের অর্জন উল্লেখযোগ্য। তিনি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, এসিয়া পেসিফিক ডেভেলপমেন্ট কাউন্সিলের (এপিডিসি) ডেভেলপমেন্ট অফিসার এবং বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকা) সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক।
এর বাইরেও তিনি বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তার সমাজসেবামূলক বিভিন্ন কাজ প্রশংসা পেয়েছে। করোনা মহামারির কঠিন সময়ে চাঁদপুরের দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ান রাসেল। নিজস্ব অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ছিল, যা তিনি এখনো অব্যাহত রেখেছেন। স্থানীয় নানা সামাজিক ও মানবিক উদ্যোগেও তার সম্পৃক্ততা রয়েছে।
মনোনয়ন পেলে জনগণকে সঙ্গে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফয়জুন্নুর রাসেল। তিনি বলেন, চাঁদপুর-২ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি মনোনয়ন চাইছি। দল আমাকে মনোনীত করলে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবো।
এদিকে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত চাঁদপুর-২ আসন থেকে এনসিপির মোট চারজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শিগগিরই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলীয় সংশ্লিষ্টরা।

