Logo

সারাদেশ

ভূমিকম্পের সময় হুড়োহুড়িতে গাজীপুরে অর্ধ শতাধিক পোশাক শ্রমিক আহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:৩৭

ভূমিকম্পের সময় হুড়োহুড়িতে গাজীপুরে অর্ধ শতাধিক পোশাক শ্রমিক আহত

ছবি : বাংলাদেশের খবর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি – গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ‘ডেনিম্যাক’ নামের একটি পোশাক কারখানার অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। কারখানাটি অবস্থিত শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্ব খন্ড গারো পাড়া এলাকায়।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পের সময় শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গেলে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হতেই শ্রমিকরা হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে শুরু করেন। এতে সিঁড়িতে ধাক্কাধাক্কি, পড়ে যাওয়া এবং চাপাচাপির কারণে বহু শ্রমিক আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘হঠাৎ কম্পন শুরু হলে সবাই দ্রুত নিচে নামার চেষ্টা করে। সিঁড়িতে জায়গা কম থাকায় অনেকে পড়ে যান, আবার অনেকে অন্যের ওপর পড়ে গুরুতর আঘাত পান।’

আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার জানান, ‘কারখানার সিঁড়ি বেয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘ভূমিকম্পের সময় শ্রমিকরা আতঙ্কিত হয়ে দরজা-সিঁড়ির দিকে ছুটে গেলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। কারখানার কোনো কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।’

স্থানীয়রা মনে করছেন, আতঙ্ক এবং পর্যাপ্ত নিরাপত্তা প্রশিক্ষণের অভাব এই মানবিক দুর্ঘটনার মূল কারণ। 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প পোশাক শ্রমিক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর