Logo

সারাদেশ

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত ২

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৩:০৯

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের একটি পুরোনো দেয়াল ধসে ফাতেমা নামের কয়েকদিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের একটি পুরোনো দেয়াল ধসে ফাতেমা নামের কয়েকদিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নবজাতকের মা কুলসুম বেগম (২৫) ও প্রতিবেশী জেসমিন বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নবজাতক ফাতেমা স্থানীয় আব্দুল হকের মেয়ে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর কুলসুম বেগম নবজাতককে নিয়ে প্রতিবেশী জেসমিনকে সঙ্গে করে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে সড়কের পাশের পুরোনো দেয়ালটি হঠাৎ তাদের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই নবজাতক ফাতেমার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় কুলসুম বেগম ও জেসমিন বেগমকে দ্রুত উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। তবে চিকিৎসা চলছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পের সময় দেয়াল ধসের ঘটনায় এক নবজাতক মারা গেছে। এতে আহত দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এন বি আকাশ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর