দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, ৬০ হাজার টাকা জরিমানা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৫:১৬
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় ও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অপরাধে ল্যাবসিটি ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. এরফান উদ্দিন ও সহকারী কমিশনার ফারাজ হাবীব খান এই জরিমানা প্রদান করেন।
সূত্রে জানা গেছে, জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে উক্ত দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ল্যাবসিটি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের ডেঙ্গু পরীক্ষা করার সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় এবং এক্সরে করার অনুমতি ছাড়া এক্সরে করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু রোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় এবং মেয়াদোত্তীর্ণ রি- এজেন্ট ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠান মালিক মো. রিপনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রাশেদুল হাসান, ডা. আমির খসরু, এমটি ল্যাব মাইনউদ্দিন এবং জেলা পুলিশের একটি টিম সহায়তা করেছেন।
অভিযান চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনের গাইডলাইন অনুসারে প্রতিষ্ঠানগুলোর যাবতীয় ডকুমেন্টস (ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, ফায়ার সার্ভিস লাইসেন্স, আণবিক শক্তি কমিশন লাইসেন্স প্রভৃতি), ভৌত সুবিধাদি (অভ্যর্থনা কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্সরে কক্ষ, ল্যাব কক্ষ) এবং সামগ্রিকভাবে ল্যাবের যন্ত্রপাতির মান, কার্যকারিতা ও জীবাণুমুক্ত পরিবেশ বজায় আছে কি না তা সরেজমিনে যাচাই করা হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।
- এম. এমরান পাটোয়ারী/এমআই

