Logo

সারাদেশ

শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্ক, সিঁড়িতে হুড়োহুড়িতে ৫ শতাধিক শ্রমিক আহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৬:০৩

শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্ক, সিঁড়িতে হুড়োহুড়িতে ৫ শতাধিক শ্রমিক আহত

গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ায় সিঁড়িতে হুড়োহুড়িতে ‘ডেনিম্যাক’ নামের একটি পোশাক কারখানার পাঁচ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ায় সিঁড়িতে হুড়োহুড়িতে ‘ডেনিম্যাক’ নামের একটি পোশাক কারখানার পাঁচ শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্ব খণ্ড গারো পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করলে সিঁড়ি ও কারখানার গেট এলাকায় প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়। ধাক্কাধাক্কি, পড়ে যাওয়া ও চাপাচাপির কারণে পাঁচ শতাধিক শ্রমিক আহত হন।

আহতদের মধ্যে চার শতাধিক শ্রমিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা জানান, ভূমিকম্পের মুহূর্তেই পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে কয়েকটি ফ্লোর থেকে শ্রমিকরা নিচে নামতে শুরু করেন। নিচে এসে তারা কারখানার মূল ফটক বন্ধ অবস্থায় দেখেন। নিরাপত্তাকর্মীরা ফটক খুলতে দেরি করায় ভিড় আরও বেড়ে যায়। পরে শ্রমিকরা ধাক্কা দিয়ে ফটক খুলে বাইরে বের হন।

নিজাম উদ্দিন নামে এক শ্রমিক বলেন, ‘সিঁড়িতে নেমেই দেখি মানুষ উপচে পড়ছে। ভিড়ে পড়ে দম বন্ধ হয়ে আসছিল।’

অপারেটর নুরুল আলম বলেন, ‘নিচে এসে দেখি গেট বন্ধ। নিরাপত্তাকর্মীরা খুলতে চাইছিল না। পরে সবাই মিলে ধাক্কা দিয়ে বের হতে হয়।’

সিমু নামের আরও এক সুয়িং অপারেটর বলেন, ‘শতাধিক মানুষ আমার ওপর পড়ে। এতে আমি গুরুতর আহত হয়েছি।’

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘চার শতাধিক শ্রমিক চিকিৎসা নিতে এসেছে। তারা সবাই আতঙ্কে দ্রুত নিচে নামতে গিয়ে আহত হয়েছে।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, ভবনের কোনো কাঠামোগত ক্ষতি বা নিহতের খবর পাওয়া যায়নি। আতঙ্ক ও অসচেতনতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে।

একাধিক স্থানীয় ব্যক্তি মনে করছেন, জরুরি বহির্গমন পথের ঘাটতি এবং শ্রমিকদের ভূমিকম্প-সংক্রান্ত নিরাপত্তা প্রশিক্ষণের অভাবই এ দুর্ঘটনার মূল কারণ।

কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর