Logo

সারাদেশ

বান্দরবানে বিএনপির প্রার্থী রিভিউর দাবিতে পদযাত্রা

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৬:৫৪

বান্দরবানে বিএনপির প্রার্থী রিভিউর দাবিতে পদযাত্রা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে জেলার আলীকদম উপজেলায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ী ও বাঙালি কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে মিছিল সহকারে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা দলের ঘোষিত মনোনয়ন প্রক্রিয়া পুনরায় খতিয়ে দেখার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা অভিযোগ করেন, ত্যাগী ও নিবেদিত নেতাদের বাদ দিয়ে অনুপযোগী ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিগত ১৭ বছর জাবেদ রেজা আওয়ামী দুশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, মামলা খেয়েছেন, জেল খেটেছেন। তার ত্যাগ ও শ্রমের মাধ্যমে আজকের জেলা বিএনপি সুসংগঠিত হয়েছে। অথচ মনোনয়ন দেওয়ার সময় তাকে মূল্যায়ন করা হয়নি।

বক্তারা জানান, যদি নেতাকর্মীদের মূল্যায়ন না করা হয় তাহলে ভবিষ্যতে কেউ আর রাজনীতিতে ত্যাগ ও শ্রম দিতে চাইবে না। তাই আগামী নির্বাচনে ৩০০ নং আসনে দ্রুত প্রার্থী তালিকা রিভিউ করে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির প্রার্থী হিসেবে সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

শান্তিপূর্ণ এ পদযাত্রায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সোহেল কান্তি নাথ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর