মনোনয়ন ঘিরে সীতাকুণ্ডে বিএনপিতে টানাপোড়েন, সংঘর্ষের আশঙ্কা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৮:২৮
মনোনয়ন ঘিরে সীতাকুণ্ডে বিএনপিতে টানাপোড়েন, সংঘর্ষের আশঙ্কা। ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দলীয় বিভাজন তীব্র আকার ধারণ করেছে। মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন ও মনোনয়নপ্রত্যাশী লায়ন আসলাম চৌধুরীর সমর্থকদের মুখোমুখি অবস্থান স্থানীয় রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। দুই পক্ষের আলাদা কর্মসূচিকে ঘিরে এলাকায় যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিদিন মাঠে সক্রিয় দুই পক্ষ। কাজী সালাউদ্দিন শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণসংযোগ, মিছিল ও মতবিনিময় সভা করে আসছেন। অপরদিকে আসলাম চৌধুরীর সমর্থকেরা সালাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে মিছিল, মানববন্ধন ও সভা-সমাবেশ করছেন। তারা আগামী শনিবার সীতাকুণ্ড উপজেলা জুড়ে মানববন্ধনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে শুক্রবার উপজেলা সদরে সালাউদ্দিনের সমর্থনে মিছিল ও সমাবেশ করে অপর পক্ষ।
গণসংযোগকালে হামলার আশঙ্কা প্রকাশ করেছেন কাজী সালাউদ্দিন। তার প্রেস সমন্বয়ক অ্যাডভোকেট সরওয়ার লাভলু বলেন, বিভিন্ন স্থানে প্রতিপক্ষ হামলার প্রস্তুতি নিলেও সংখ্যায় কম হওয়ায় এখনো আক্রমণ চালাতে পারেনি। তবে বিদ্রোহী কিছু নেতাকর্মী হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে তথ্য এসেছে। তিনি অভিযোগ করেন, এ অভ্যন্তরীণ বিভাজনের কারণে দলের ভোটব্যাংক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বিএনপি ইতোমধ্যে আটজনকে অব্যাহতি দিয়েছে। আরও কয়েকজন এ প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলেও জানান সরওয়ার লাভলু। এরপরও কিছু নেতাকর্মী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
মোহাম্মদ জামশেদ আলম/এমবি

