চিরবিদায় নিল শিশু জায়ান, হত্যাকাণ্ডের বিচার দাবি
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ২০:২২
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় শত শত মানুষ অশ্রুসিক্ত নয়নে জানাজার মাধ্যমে চিরবিদায় জানাল নির্মম হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু জায়ান রহমনাকে। তারা এ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বাদ আছর উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের খেলার মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে জায়ান রহমানকে দাফন করা হয়।
এদিকে শিশু জায়ানের জানাজা ও দাফন ঘিরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুপুরের পর থেকেই শিশু জায়ানের জানাজায় অংশ নিতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। মায়ের আহাজারি, স্বজনদের কান্না আর বিহ্বল মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে জায়ানের শেষবিদায়ের মুহূর্ত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে বাড়ির পাশে একটি বাগানের ঝোপঝাড়ের মধ্যে স্থানীয় বাসিন্দারা শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থান ছিল অত্যন্ত অস্বাভাবিক। এই পরিস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে এটি স্পষ্টতই হত্যাকাণ্ড বলে সন্দেহ সৃষ্টি হয়েছে।
- মিয়া রাকিবুল/এমআই

