৫ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীতে বাবা ও ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
৫ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীতে বাবা ও ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে নারী-শিশুসহ শতাধিক আহত হয়েছেন। এ ভূমিকম্পে জেলার বিভিন্ন এলাকায় ভবন ও ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী সদর উপজেলার মাধবদী ও ঘোড়াশালের মধ্যবর্তী এলাকায় এ ভূকম্পনের উৎপত্তি হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকার দেলোয়ার হোসেন (৩৭), তার ছেলে হাফেজ মো. ওমর ফারুক (৮), পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া (৭৫) ও কাজীরচর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫)।
শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একই পরিবারের তিনজন আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাবা দেলোয়ার হোসেন ও ছেলে ওমর ফারুককে ঢাকায় রেফার্ড করা হয়। চিকিৎসারত অবস্থায় ছেলে ওমর মারা যায়। পরে বাবা দেলোয়ার হোসেনকেও মৃত ঘোষণা করা হয়।
পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে ৭৫ বছর বয়সী কাজম আলী নিহত হন। একই উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে ৬৫ বছর বয়সী নাসির উদ্দিনের মৃত্যু হয়। শিবপুর উপজেলার জয়নগরে গাছ থেকে পড়ে ৪৫ বছর বয়সী ফোরকান মারা যান।
এদিকে, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশনও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জেলা পুলিশ, জেলা প্রশাসন ও দমকল বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকা ও হাসপাতাল পরিদর্শন করেছেন। স্থানীয় প্রশাসন ভূমিকম্পের পর সতর্ক থাকার জন্য জনগণকে পরামর্শ দিয়েছে।
সুমন রায়/এমবি

