খেলাধুলা অপকর্মের আসক্তি থেকে দূরে রাখে : সারজিস
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ২০:৪০
ছবি : বাংলাদেশের খবর
খেলাধুলা তরুণ প্রজন্মকে অপকর্মের আসক্তি থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দলটির অঙ্গসংগঠন যুবশক্তির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, ‘আমাদের সময়ে খেলাধুলা হিসেবে কাবাডি, হাডুডু খুব বেশি জনপ্রিয় খেলা ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ার আসক্তি ছিল না। বিভিন্ন অপকর্মের আসক্তি তরুণদের ছিল না। তাই বলতে চাই তরুণ প্রজন্মকে জাগাতে হবে। তরুণ প্রজন্মকে তৈরি করতে হলে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, আমরা যখন খেলাধুলা নিয়ে আসব, তখন এক সাথে থাকব। তখন আমাদের মধ্যে কোনো দল থাকবে না। কোনো বিভেদ থাকবে না। আমরা একসাথে তেঁতুলিয়াকে সুন্দর করে সাজাতে কাজ করবো। এছাড়াও তিনি খেলা দেখার সময় পুরস্কার হিসেবে প্রাইজমানি বাড়িয়ে দিয়ে খেলোয়াড়দের খেলার স্প্রিট বাড়িয়ে দেন। এ সময় প্রাইজমানি বাড়িয়ে বিজয়ী দলকে ৩০ ও বিজিত দলকে ২০ হাজার টাকা করার ঘোষণা দেন।
উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন- সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ।
ফাইনাল খেলায় অংশ নেয় মাথাফাটা রাইজিং সান পাঠাগার বনাম একতা এক্সপ্রেস বাংলাবান্ধা ইউপি। হাড্ডাহাডি লড়াইয়ের পর টাইব্রেকারে ট্রফি জিতে নেয় একতা এক্সপ্রেস বাংলাবান্ধা ইউপি। খেলাটি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান আসাদ।
খেলা শেষে বিজয়ী দলকে ট্রফিসহ নগদ পুরস্কার হিসেবে ত্রিশ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফিসহ ২০ হাজার টাকাসহ সেরা গোল রক্ষক এবং সেরা খেলোয়ারকে পুরস্কার তুলে দেওয়া হয়।
এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁন, পঞ্চগড় জেলা শাখার যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবু প্রমুখ।
এছাড়াও এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল মতিন, সাজিদুর রহমান, উপজেলা যুবশক্তির আহ্বায়ক হযরত আলীসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা দেখতে উপজেলার বিভিন্ন জায়গা হতে মাঠের চারপাশে ভিড় জমায় শত শত বিভিন্ন বয়সী দর্শক।
- এসকে দোয়েল/এমআই

