Logo

সারাদেশ

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:০৫

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার রায়টাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় গুলিবিদ্ধ হন লালন মণ্ডল (৪৫) নামে আরও একজন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়া এলাকার জামাত মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধ লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ তাদের উদ্দেশ্যে কাছ থেকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন এবং লালন গুলিবিদ্ধ হন। 

এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বাংলাদেশের খবরকে বলেন, রায়টাঘাট এলাকায় রেফাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত লালন মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে কে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিত করার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

আকরামুজজামান আরিফ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর