Logo

সারাদেশ

বিয়েতে দাওয়াত না দেওয়ায় দু'পক্ষের সংঘর্ষ, আহত ১০

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:১৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় দু'পক্ষের সংঘর্ষ, আহত ১০

বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিলো। বিয়েতে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শুক্রবার রাতে উত্তেজনা চলে। এরই জের ধরে শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে। এতে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

ঝিনাইদহ সদর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম বুরহান উদ্দীন/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর