Logo

সারাদেশ

ফরিদগঞ্জে জামায়াতের ৪ কিলোমিটার মোটর শোডাউন

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৩:৪০

ফরিদগঞ্জে জামায়াতের ৪ কিলোমিটার মোটর শোডাউন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে চার কিলোমিটার মোটর শোডাউন করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে হঠাৎ করেই চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রায় চার কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেল শোভাযাত্রা করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে হিসাব কষতে বাধ্য করেছে দলটি।

এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জেলা শাখার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী মোটর শোডাউনে নেতৃত্ব দেন। র‌্যালি চলাকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। এ সময় কালেমার পতাকা, জাতীয় পতাকা ও দলীয় প্রতীক উড়িয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মোটরসাইকেল ও গাড়ি নিয়ে নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। সেখান থেকে সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।

র‌্যালির আগে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী সাংবাদিকদের বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে আগামীর বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না। শান্তিপূর্ণ সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের নেতাকর্মীরা ইতোমধ্যে গুরুত্বের সঙ্গে ভূমিকা রেখেছেন। রাজনৈতিক পরিচয়ে অনেকেই যখন সাধারণ মানুষকে হয়রানি করেছে, তখন আমাদের নেতাকর্মীরা পাহারাদারের মতো মানুষের পাশে থাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য কমে এসেছে।

তিনি আরও বলেন, নারীদের নিয়ে কিছু কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে— জামায়াত নাকি নারীদের ঘর থেকে বের হতে দেবে না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার। প্রকৃতপক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা নারীদের ঘরে বসিয়ে রাখবো না; বরং কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করবো। নৈতিকভাবে তারা যেন সম্মান নিয়ে বাঁচতে পারে, তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। আমরা শাসক নই, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকবো।

এ কর্মসূচিতে উপজেলা আমির মাওলানা ইউনুছ হেলাল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

নুরুল ইসলাম ফরহাদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর