Logo

সারাদেশ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৪:৫৩

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাড়ির উঠানে ছিঁড়ে থাকা তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সাহেদুল ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীপুর গ্রামের হাশেম মিয়ার দুই ছেলে নূরু মিয়া ও ফজলু মিয়া।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাড়ির উঠানে বিদ্যুৎ সংযোগের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে উঠানে বের হন নূরু মিয়া। ওই ছিঁড়ে থাকা তারে হাত লাগতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে বড় ভাই ফজলু মিয়াও একই তারে স্পর্শ লেগে ঘটনাস্থলেই মারা যান।

সহোদর দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ ভূঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর