মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৬:৫৯
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডলকে হুমকির প্রতিবাদে শনিবার (২২ নভেম্বর) মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিপ্লবী ভগ্নাংশের মতো ভাইরাল হওয়া একটি অডিওতে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ সখিপুর-বাসাইল আসনের মনোনীত প্রার্থী এড. আহমেদ আযম খান গত ১৯ নভেম্বর আব্দুল খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেন। এ হুমকির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তিযোদ্ধা সংসদে এসে সমাবেশে মিলিত হন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা খালেক মন্ডলকে হুমকি দেওয়া মানে দেশের সকল মুক্তিযোদ্ধার অপমান করা।
এ ঘটনায় আহমেদ আযম খানের আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাকে দল থেকে বহিষ্কারের দাবি করেন- বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী, আরফান আলী, মহির উদ্দিন, ফজলুর রহমান প্রমুখ। সমাবেশ ও মানববন্ধনে সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
- আব্দুল লতিফ তালুকদার/এমআই

