Logo

সারাদেশ

বগুড়ায় ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Icon

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৩২

বগুড়ায় ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে নিখোঁজের তিন দিন পর শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। 

নিহত নুরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশিন্তপুর গ্রামের বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, নুরুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই নাজিম উদ্দিনের দীর্ঘদিন জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটা নিয়ে বিরোধ তীব্র হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পুলিশের অনুসন্ধান এড়িয়ে বাড়ির পিছনের পথে বের হওয়ার সময় রাতের অন্ধকারে নুরুল ইসলাম নিখোঁজ হন।

স্থানীয় কৃষকরা ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান। 

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ জানান, নিহত বৃদ্ধের শরীরে চোখসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

ধুনট ও শেরপুর থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সীমানা জটিলতার কারণে মরদেহ উদ্ধার ও হস্তান্তরে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। পরে মরদেহ শেরপুর থানায় হস্তান্তর করা হয়।

  • মিনহাজ উদ্দিন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর