বান্দরবানে পারমিটের আড়ালে চলছে ‘কাঠ পাচার’
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৪৯
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের পান্তলা মৌজায় জোত পারমিটের আড়ালে বন উজাড় ও কাঠ পাচারের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলছেন, বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে নির্ধারিত এলাকার বাইরে বিশাল পরিমাণ গাছ কেটে সাঙ্গু নদীর ধারে স্তূপ করে রাখা হচ্ছে, যা নৌপথে পাচারের অপেক্ষায় রয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় হেডম্যানরা অভিযোগ করেন, জোত পারমিটের নামে অনুমোদিত একটি এলাকার কাগজ দেখিয়ে অন্য জায়গার গাছ কেটে নেওয়া হচ্ছে। এতে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, নদীর প্রবাহও কমে গেছে।
স্থানীয় শ্রমিকরা জানান, কাঠ পরিবহনের দায়িত্বে ব্যবসায়ী কাউছারের পক্ষে কামাল কাজ করছেন। গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, ‘গাছ ব্যবসায়ীরা জোত পারমিট দেখিয়ে অন্য জায়গার গাছ কেটে নিয়ে যাচ্ছে, যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
রুমা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান বলেন, ‘অনুমোদিত জোত পারমিট আছে, তবে কোন মৌজায় কার নামে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
বান্দরবান বন বিভাগের ডিএফও আব্দুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করা হবে এবং কাঠ পাচারে কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
- সোহেল কান্তি নাথ/এমআই

