নোয়াখালীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ২০:৪০
ছবি : বাংলাদেশের খবর
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম ও সম্ভাব্য মনোনয়নপ্রাপ্ত মাহবুবের রহমান শামীমের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালি বাজারে ধাওয়া–পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানান, বিএনপির মনোনয়ন বাতিল করে প্রকৌশলী ফজলুল আজিমকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকরা সন্ধ্যায় ওছখালি বাজারে মশাল মিছিল বের করেন। মিছিলটি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ মাহবুবের রহমান শামীমের সমর্থকরা মিছিলে ধাওয়া দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে পড়ে।
বিস্তারিত আসছে..

