Logo

সারাদেশ

ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃত্বে মিস্টার-মামুন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫৮

ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃত্বে মিস্টার-মামুন

ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে মিস্টার ভাইস চেয়ারম্যান (বামে), মামুন সম্পাদক (ডানে)। ছবি : বাংলাদেশের খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (২২ নভেম্বর) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেনীর ট্রাংক রোডস্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে সংস্থার ১ হাজার ৬৯৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জিয়া উদ্দিন আহমেদ মিস্টার ৬৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুশফিকুর রহমান পিপুল পেয়েছেন ৪৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন মামুন ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রশিদ আহমেদ মজুমদার পেয়েছেন ৩৫৫ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হায়দার আলী রাসেল পাটোয়ারী ৪৯০, শরিফুল ইসলাম অপু ৩৩০, মেজবাহ উদ্দিন মিয়াজী ৩২৩, ওসমান গনি রাসেল ২৯৭ এবং এম এ ইমরান ২৯৫ ভোট পেয়ে।

নির্বাচন প্রসঙ্গে ভোটাররা জানিয়েছেন, ১৬ বছর ফেনী রেড ক্রিসেন্টের কোনো নির্বাচন হয়নি। দিনভর কড়া নিরাপত্তার মধ্যে তারা একটি সুন্দর নির্বাচন উপভোগ করেছেন। ভোটাররা নির্বাচিতদের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা প্রকাশ করেছেন এবং আশা করেছেন, তারা দায়িত্বশীলভাবে কাজ করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, ৭ পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ভোটার ও প্রার্থীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • এম. এমরান পাটোয়ারী/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর