নিষিদ্ধ জাটকা পরিবহনরত বাস ও স্টাফদের ছেড়ে দিল প্রশাসন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৫
ছবি : বাংলাদেশের খবর
নিষিদ্ধ জাটকা পরিবহনের দায়ে আটক করা যাত্রীবাহী বাস ও তিন স্টাফকে কোনো আইনি ব্যবস্থা ছাড়াই রাতে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য বিভাগের বিরুদ্ধে।
শুক্রবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে প্রায় তিন ঘণ্টার টানাপোড়েনের পর থানার হেফাজত থেকে ‘কিংস পরিবহন’ নামের বাসটি ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে মুক্তি পান আটক তিন স্টাফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে মহাসড়কে ‘কিংস পরিবহন’ বাসে তল্লাশি চালান মৎস্য বিভাগের কর্মকর্তা আনিছুর রহমান। তিনি বাস থেকে প্রায় ২৫ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করেন। বাসটি ও তিন স্টাফকে আটক করে থানায় নেওয়া হয়। এসময় যাত্রীরা অন্য যানবাহনে করে ঢাকায় রওনা দেন। জব্দ করা জাটকা স্থানীয় দরিদ্র মানুষ ও এতিমখানায় বিতরণ করা হয়।
কিন্তু কোনো ধরনের মামলা বা আইনগত প্রক্রিয়া ছাড়াই রাত সাড়ে ১২টার দিকে বাস ও স্টাফদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘ঢাকাগামী বাসে জাটকা জব্দের পর মৎস্য বিভাগই বাস ও স্টাফদের আটক করতে নির্দেশ দেন। পরে তাদের নির্দেশনাতেই বাস ও স্টাফদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি থানার জিডিতে লিপিবদ্ধ রয়েছে।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, তিনি ট্রেনিংয়ে থাকায় বিস্তারিত জানেন না। আনিছুর রহমানই বিষয়টি দেখেছেন। তবে ঘটনার পর তার মুঠোফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।’
বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু জানান, তিনি বিভাগীয় কমিশনারের সভায় থাকায় তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্ভব হয়নি।
- আরিফুল ইসলাম সাগর/এমআই

