মানিকগঞ্জে তৌহিদী জনতা-‘বাউল সম্রাট’ সমর্থকদের সংঘর্ষ, আহত ৪
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৩:৪৫
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জে তৌহিদী জনতার সঙ্গে বাউল সম্রাট আবুল সরকারের সমর্থকদের সংঘর্ষে বাউল সম্প্রদায়ের তিনজন ও তৌহিদী জনতার একজন আহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে তৌহিদী জনতা। বিক্ষোভ শেষে মিছিলটি দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে অবস্থান নেয়।
-6922bb384292a.jpg)
এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সম্প্রদায়ের কয়েকজন। পরে তৌহিদী জনতার মিছিলে থাকা লোকজন তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলসহ চারজন আহত হন। তাদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’
- আফ্রিদি আহাম্মেদ/এমআই

