মুন্সীগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৩:৫৯
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জ শহরের পিটিআই ইনস্টিটিউশনের পরীক্ষণ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।অভিযোগের পরপরই অভিযুক্ত শিক্ষক রোমান মিয়াকে ধরে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয় লোকজন বিদ্যালয় ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ক্ষোভ গিয়ে পড়ে প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্টের ওপর।

পুলিশি হস্তক্ষেপের সময়ও উত্তেজনা প্রশমিত হয়নি। অভিযুক্ত শিক্ষককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয়। পরে ক্যাম্পাস এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।
তার কার্যালয় ঘিরে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্কুল ছুটির পর শিক্ষক রোমান মিয়া ওই ছাত্রীকে বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাড়ি ফিরে শিশুটি মাকে সব জানায়। সাপ্তাহিক ছুটির পর রোববার স্কুল খুলতেই অভিভাবক ও স্থানীয় লোকজন ফুঁসে ওঠেন।
-6922bec786093.jpg)
এদিকে পরিস্থিতি শান্ত করতে মাইকিং করেন প্রশাসনের কর্মকর্তারা।
এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, ‘অভিযুক্ত রোমান মিয়ার বিরুদ্ধে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থার বিষয়টিও বিবেচনায় আছে।’
- আবু সাঈদ আপন/এমআই

