কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৬:৪০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লার গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী মারা গেছেন।
রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাকলীর বড় ভাই মনজুরুল আজীম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘কয়েক দিন আগে কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এ সময় তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার দ্রুত অবনতি হলে শনিবার তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মারিয়া আফরিন নামে একজন শোক জানিয়ে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপু এভাবে এত আগে চলে যাওয়ার তো কথা ছিলো না! গত সপ্তাহে বললেন- আগামী বছর একটা কনফারেন্সে যাবেন, বিষয়টা যেন মাথায় রাখি। কোনো ভাবেই মেনে নিতে পারছিনা! মন খারাপ হলে আমি কার সাথে শেয়ার করবো?’
ইসরাত মৌলা লিয়া লিখেন, ‘সব সময় হাসি মুখে শাড়ি পরা একজন ঘুরে বেড়াচ্ছে মেয়েকে নিয়ে, আবার মা কে মিস করছে এমন লেখা দেখতাম। বাবুদের নিয়ে ছবি দেখতাম আজকে জানলাম আপনি আর এই দুনিয়াতে নেই। খুব শকড এবং খারাপও লাগছে। আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে বেহেশত নাসিব করুন আমিন।’
ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লা এর কনসালট্যান্ট ও রেইনবো মেটারনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লায়। রোগী, সহকর্মী, স্বজন সবার মুখেই বিষাদের ছাপ। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন। চিকিৎসার পাশাপাশি তিনি প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসতেন।
ফাহমিদার স্বজনরা জানান, ‘তার মরদেহ আপাতত হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র মেয়ে তুর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।’
সোহাইবুল ইসলাম সোহাগ

